রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৩:০৭:৩১

চতুর্থবারের মতো এমপি লিটনের জামিন মেয়াদ বাড়লো

চতুর্থবারের মতো এমপি লিটনের জামিন মেয়াদ বাড়লো

ঢাকা: শিশু শাহাদত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যার চেষ্টা মামলায় সরকারদলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ চতুর্থবারের মতো বর্ধিত করেছে আদালত।

রবিবার দুপুর গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউসুব এ আদেশ দেন। এর আগে, ৮ ডিসেম্বর একই আদালতের বিচারক ১৭ জানুয়ারি পর্যন্ত তৃতীয় দফায় অর্ন্তবর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেছিলেন। এ নিয়ে এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ চার বার বৃদ্ধি হলো।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি আদালতে স্ব-শরিরে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেছেন।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে