রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৪:১৯:০০

‘সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের বৈধতা নেই’

‘সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের বৈধতা নেই’

ঢাকা: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার কোনো আইনগত বৈধতা নেই বলে মন্তব্য করেছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

রোব্বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সাঈদীর খালাস চেয়ে রিভিউ আবেদন করার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, ‘যদি কোনো অভিযোগে অপরাধ প্রমাণিত হয়, সেই অপরাধের সাজা কী দেবেন সেটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।এ বিষয়ে রিভিউ করার কোনো আইনগত বৈধতা রাষ্ট্রপক্ষের নেই।’

অযথা চাপ সৃষ্টির জন্যই রাষ্ট্রপক্ষ এ রিভিউ আবেদন করেছে বলে মন্তব্য করেন তিনি।

খন্দকার মাহবুব আশা প্রকাশ করে বলেন, ‘রিভিউয়ের রায়ে আমরা বিজয়ী হব, সাঈদী সম্পূর্ণভাবে খালাস পাবেন।’
 

সংবাদ সম্মেলনে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ  প্রমুখ উপস্থিত ছিলেন।

 
আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস চেয়ে রবিবার রিভিউ আবেদন করেছেন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পাওয়ার অনুকূলে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।
 
অপরদিকে সাঈদীর সাজা অমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করে। রাষ্ট্রপক্ষের ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি গ্রাউন্ড দেখানো হয়।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে