রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৪:২৪:৩৩

নয়া পল্টনে ‘আসল বিএনপি’র সঙ্গে বিএনপির সংঘর্ষ

নয়া পল্টনে ‘আসল বিএনপি’র সঙ্গে বিএনপির সংঘর্ষ

নিউজ ডেস্ক : নয়া পল্টনে সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। রোববার ৩.৪৫-এর দিকে এই ঘটনা ঘটে। কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র সঙ্গে বিএনপির নেতাকর্মীদের এই সংঘর্ষ হয়েছে।

‘আসল বিএনপি’র নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কার্যালয় রোববার বিকেল পৌনে ৪টার দিকে দখল করতে আসলে সেখানে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা একটি বাস পুড়িয়ে দেয় বলে জানা গেছে। এ নিয়ে ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে