বুধবার, ১৮ মে, ২০২২, ১২:২৬:২২

এই পুলিশ কর্মকর্তা একজন রিয়েল হিরো হিসেবে ভাইরাল

এই পুলিশ কর্মকর্তা একজন রিয়েল হিরো হিসেবে ভাইরাল

এমটি নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে ‘ডাকাতদের’ হাত থেকে যাত্রীদের বাঁচিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন। জীবনবাজি রেখে নিরস্ত্র ওই কর্মকর্তা একাই ঝাঁপিয়ে পড়েন ডাকাতদের ওপর। এতে ডাকাতদের হাত থেকে রক্ষা পান বাসযাত্রীরা।

হেলাল উদ্দিন সাভার ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি বরগুনার বেতাগী থানার জোতখালী গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক। হেলাল উদ্দিন ১৯৯৭ সালেবাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। 

গত সোমবার (১৬ মে) দিবাগত রাতে ডাকাতির ঘটনায় নিরস্ত্র ট্রাফিক পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিন নিজ দায়িত্ববোধ থেকেই চলন্ত বাসে যাত্রীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনি এক ডাকাতকে ধরেও ফেলেন। জীবনবাজি রেখে যাত্রীদের যানমালের নিরাপত্তা দিতে সশস্ত্র ডাকাতদলের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

বুধবার (১৮ মে) হেলাল উদ্দিন বলেন, ‘লোকজনের চিৎকারে ডাকাতির কথা শুনেই কোনো কিছু চিন্তা না করে আমি যাত্রীদের বাঁচাতে গিয়েছি। আমার কাছে কোনো অস্ত্র কিংবা লাঠি কিছুই ছিল না। 

শুধু দায়িত্ব ও মানবতা থেকেই আমি ছুটে গিয়েছিলাম। বাসে অস্ত্রধারী তিনজন ছিল। তাদের মধ্যে একজনকে জাপটে ধরে ইঞ্জিনের ওপর থাকা সিটে ফেলে দিয়েছিলাম। তখন তার সঙ্গী দুজন পালিয়ে যায়। এ সময় আমি বাঁচোখের এক পাশে আঘাত পেয়েছি।’

এক পথচারী জানান, শুধু তাই নয়, ডাকাতির ঘটনার পর মঙ্গলবার দিনদুপুরে তার চোখের সামনে অজ্ঞাত কয়েক যুবক জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় এক প্রেমিক যুগলকে চিটিংবাজির ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। 

এ সময় ওই পুলিশ কর্মকর্তা আবারও দৌড়ে গিয়ে বাঁচিয়ে দেন ওই প্রেমিক যুগলকে। আটক করেন ছিনতাইকারী চক্রের এক সদস্যকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পুলিশ কর্মকর্তা একজন রিয়েল হিরো হিসেবে ভাইরাল হয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী ইমরান খান বলেন, ‘আমি সেনা মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন এক নারীকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এ সময় বাসের যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করছিলেন। মার্কেটের সামনে ট্রাফিক পুলিশের এসআই হেলাল ডিউটি করছিলেন। তিনি এটা দেখে দৌড়ে একাই বাসে গিয়ে ওঠেন। পরে ছুরি হাতে থাকা একজনকে জাপটে ধরে আটক করে ফেলেন। ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির সময় এসআই হেলাল সামান্য আহতও হন।’

তিনি আরও বলেন, এ সময় বাকি ডাকাত সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা আটক ডাকাত সদস্যকে গণধোলাই দেয়।

উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি বাস ডাকাতদের কবলে পড়ে। 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের এসআই হেলাল উদ্দিন একাই অস্ত্রধারী এক ডাকাতকে জাপটে ধরে ফেলেন। তবে তার দুই সঙ্গী পালিয়ে যায়। পরে উৎসুক জনতা ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডাকাত সদস্যকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। পরদিন মঙ্গলবার সকাল ৯টায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে