শুক্রবার, ২০ মে, ২০২২, ১১:০২:৩৪

দেশেজুড়ে আরো বাড়তে পারে গরমের তীব্রতা

দেশেজুড়ে আরো বাড়তে পারে গরমের তীব্রতা

এমটি নিউজ ডেস্ক : দেশেজুড়ে আরো বাড়তে পারে গরমের তীব্রতা। সেই সঙ্গে দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরো জানানো হয়, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির বলেন, আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি। 

রাতের দিকে এই ভ্যাপসা গরম আরো বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে