রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১০:০৪:৩৩

ইলিয়াস আলীর সন্ধানে দোয়া মাহফিল

ইলিয়াস আলীর সন্ধানে দোয়া মাহফিল

সিলেট : গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় রোববার মিলাদ ও দোয়া মাহফিলের আয়ােজন করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবকদল, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদ। রোববার বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়। এবং সিলেটের কৃতিসন্তান এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় করা হয়।

পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ময়নুল হক, মহানগর বিএনপি নেতা মুফতি  নেহাল উদ্দিন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জয়নুল হক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে