শনিবার, ২১ মে, ২০২২, ০৫:৩০:১৬

পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে : সেতুমন্ত্রী

পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে : সেতুমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুন মাসে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতুর সামারি বা সারসংক্ষেপ রবিবার (২২ মে) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া তারিখ অনুযায়ী পদ্মা সেতু শিগগিরই উদ্বোধন করা হবে।

সেতুমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে। অথচ দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্বব্যাংক তাদের সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রকণ্ঠে বলেছিলেন, বিশ্বব্যাংক চলে গেলেও আমরা আমাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব। তিনি তা করে দেখিয়েছেন। '

শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন বলেই আজকে দেশের এত সমৃদ্ধি উল্লেখ করে তিনি বলেন, 'বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কোথায়!'

তিনি আরো বলেন, 'শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমাদের আজকের মুক্তিসংগ্রামের কাণ্ডারি শেখ হাসিনা। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে