রুহুল আমিন রাসেল : দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই নেত্রী ইতিমধ্যে তাদের নিজ নিজ আয়কর পরিশোধ করেছেন। তাদের আয়কর বিবরণীর তথ্যমতে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে দ্বিগুণের বেশি আয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার।
শেখ হাসিনার বছরে আয় প্রায় ৪০ লাখ টাকা। আর খালেদা জিয়ার আয় প্রায় ৯০ লাখ টাকা। দুই নেত্রী তাদের চলতি ২০১৫-২০১৬ করবর্ষের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলে এসব তথ্য উল্লেখ করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সরকারের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান এনবিআর সূত্রের তথ্যমতে, চলতি ২০১৫-২০১৬ করবর্ষে রিটার্ন দাখিলের সময় শেখ হাসিনা কৃষি, সম্মানী ও সম্মানী ভাতা এবং বাড়ি ভাড়া ইত্যাদি খাতের আয় থেকে সরকারি কোষাগারে ১৪ লাখ টাকা আয়কর দিয়েছেন।
খালেদা জিয়া বাড়ি ভাড়া, এফডিআর ও সঞ্চয়ী হিসাব খাতের আয় থেকে ২৭ লাখ টাকা আয়কর দিয়েছেন। তথ্যমতে, প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও অতীতের মতো এবারও দুই মাস সময় বাড়িয়েছে এনবিআর।
রিটার্ন দাখিলের জন্য বাড়ানো দুই মাসের বর্ধিত সময় শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নভেম্বরেই আয়কর রিটার্ন দাখিল করেন। ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে না পেরে আরও দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিলেন খালেদা জিয়া।
তিনি এই সময় শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার ঢাকার কর অঞ্চল-৮’এ চলতি ২০১৫-২০১৬ করবর্ষের আয়কর বিবরণী দাখিল করেন। খালেদা জিয়ার আয়কর সংক্রান্ত আইনি বিষয়গুলো দেখভালের দায়িত্বে রয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খানের আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘আজম খান অ্যান্ড অ্যাসোসিয়েটস’।
তিনি বিএনপি চেয়ারপারসনেরও উপদেষ্টা। গতকাল আহমেদ আজম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার বেগম খালেদা জিয়া সর্বমোট ৮৯ লাখ ৩২ হাজার ২৩৪ টাকা আয় দেখিয়েছেন। এই আয়ের বিপরীতে তিনি কর হিসেবে ২৭ লাখ টাকার অ্যাকাউন্ট পে-চেক প্রদান করেছেন।
তবে এনবিআর সূত্রে জানা গেছে, গত নয় বছর ধরে করদাতা হিসেবে খালেদা জিয়ার কাছে প্রাপ্য রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়নি। কারণ গত নয় বছর ধরে খালেদা জিয়ার মোট আটটি ব্যাংক হিসাব জব্দ থাকায় প্রতিটি করবর্ষে আয়কর পরিশোধের জন্য অ্যাকাউন্ট পে-চেক প্রদান করে আসছেন তিনি।
কিন্তু এনবিআর সে সব চেক নগদায়ন করে আয়কর গ্রহণ করেনি। কোনো কর মামলা না থাকা সত্ত্বেও খালেদা জিয়ার আটটি ব্যাংক হিসাব ২০০৭ সাল থেকে জব্দ করে রেখেছে এনবিআর। তখনকার ১/১১ তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ অনেক রাজনীতিক-ব্যবসায়ীর ব্যাংক হিসাবগুলো জব্দ করতে নেপথ্যে ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কর অঞ্চল-৬’ এ নিয়মিত রিটার্ন দাখিল করেন। শেখ হাসিনার আয়কর সংক্রান্ত আইনি বিষয়গুলো দেখভাল করেন তার ব্যক্তিগত আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট এম মনিরুজ্জামান খোন্দকার।
তিনি সম্প্রতি বলেন, গত নভেম্বর মাসের শেষ দিকে স্বনির্ধারিত পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। তিনি প্রায় ৪০ লাখ টাকা আয়ের ওপর ১৪ লাখ টাকার বেশি কর দিয়েছেন। আয়ের খাত হিসেবে তিনি কৃষি, সম্মানী ও সম্মানী ভাতা এবং বাড়ি ভাড়া ইত্যাদি উল্লেখ করেছেন। -বিডি প্রতিদিন
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি