সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৩২:০৬

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন শিক্ষক নেতারা

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন শিক্ষক নেতারা

ঢাকা : বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির সপ্তমদিনে শিক্ষক সমিতির নেতাদের চা খেতে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাই আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মোর্চা শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে চলমান শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

অধ্যাপক ফরিদ বলেন, শিক্ষক সমিতির ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তারা।

নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন। আজ তাদের আন্দোলন অষ্টম দিন।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে