রবিবার, ২৯ মে, ২০২২, ১১:৫১:১০

আগামী নির্বাচনও অতীতের মতো সুষ্ঠু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

 আগামী নির্বাচনও অতীতের মতো সুষ্ঠু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অতীতের মতো সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ রবিবার ২৯ মে দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাহিদ আহসান রাসেল বলেন, আমরা আশা করছি, আগামী নির্বাচনে বিএনপি-জাতীয় পার্টিসহ অন্যান্য বিরোধী দল অংশগ্রহণ করবে। তাদের জন্য অতীতের মতো একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তবে বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, এটা একান্তই তাদের ব্যাপার।

তিনি আরও বলেন, আমরা সব সময়ই চাই সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। সেটা ইতোমধ্যে হয়ে আসছে। কিন্তু সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পরও বিএনপি পরাজয়ের ভয়ে পিছু পা হয়।

প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য ১৫ একর জমির প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। খুব শিগগির জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শেষে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। 

রংপুরে আট উপজেলার মধ্যে পাঁচটিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নেওয়া হবে। পূর্বে দুটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরিতে প্রত্যেকটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা চাইলে আমরা আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণে অবশ্যই ভূমিকা রাখব। ইতোমধ্যে ৪১ কোটি টাকা ব্যয়ে রংপুর জেলা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স ও উপজেলা স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছি। মিডিয়া সেন্টার নির্মাণাধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে