নিউজ ডেস্ক : দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভূগছেন দেশের গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। এইত ক'দিন আগে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন প্রধানমন্ত্রী। চিকিৎসকরাও প্রাণপণ চেষ্টা করছেন দিতিকে সুস্থ করে তুলতে। কিন্তু এরপরও তার অবস্থার উন্নতি হচ্ছে না।
তাই আজ সোমবার গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির সুস্থতা কামনা করে আজ সোমবার বাদ জোহর এফডিসিতে এক দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।এই দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছেন ডা. ইকবাল।
প্রসঙ্গত, পারভিন সুলতানা দিতি আশির দশকের শেষের দিক আর নব্বইয়ের শুরুতে ঢাকাইয়া সিনেমার শুধু পরিচিত মুখই ছিলেন না; বলা চলে ঢালিউড সে সময় দিতির উপর নির্ভর ছিলো। এক সময়ের বাংলা সিনেমা জগতের সেই তুখোর অভিনেত্রীর অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
এ মুহূর্তে কাউকেই চিনতে পারছেন না হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়িকা দিতি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, হাসপাতালে তাকে দেখতে যাওয়া দীর্ঘদিনের সহকর্মীদেরও চিনতে পারছেন না তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিতির মস্তিষ্কে প্রচুর পরিমাণ পানি জমা হচ্ছে। সেগুলো সরানোর চেষ্টা করছেন ডাক্তাররা। কিন্তু কোনো সুখবর দিতে পারছেন না তারা।
শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তাকে সর্বোচ্চ কেয়ারে রাখা হয়েছে।দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন আয়োজকরা।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ