ঢাকা: পুলিশ এখন থেকে সাদা পোশাকে আর ডিউটি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খুব শিগগিরই পুলিশের দায় দায়িত্ব নিয়ে নির্দেশনা যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালনরত অবস্থায় যদি পুলিশের ট্যাগমার্ক লাগানো কটি না পরেন তাহলে তিনিও দায়িত্বপালনরত বলে বিবেচিত হবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় সাজার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশের কারাগারে বন্দী ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেয়া হবেও জানান।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম