মঙ্গলবার, ০৭ জুন, ২০২২, ১০:৫৮:৩৮

চট্টগ্রামে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় নরেন্দ্র মোদির গভীর শোক

চট্টগ্রামে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় নরেন্দ্র মোদির গভীর শোক

এমটি নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় অনেক হতাহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য তার সদিচ্ছার কথা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

চিঠির শেষে, নরেন্দ্র মোদি আবারও তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সূত্র: বাসস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে