শুক্রবার, ১০ জুন, ২০২২, ১২:৪৯:২৯

ওয়াসফিয়া প্রথম বাংলাদেশি হিসেবে কে২ জয়ের পথে!

ওয়াসফিয়া প্রথম বাংলাদেশি হিসেবে কে২ জয়ের পথে!

এমটি নিউজ ডেস্ক : ১ম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের কে২ পর্বতশৃঙ্গ (৮ হাজার ৬১১ মিটার) জয় করতে এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থান করছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন।

বৃহস্পতিবার (৯ জুন) ওয়াসফিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে ওয়াসফিয়া লিখেছেন, ইসলামাবাদ থেকে আমার সালাম জানবেন সবাই। গত দশ বছর ধরে যে স্বপ্নের পিছু তাড়া করে চলেছি তা সত্যি হতে চলেছে। দেশ স্বাধীন হওয়ার পর গত ৫০ বছরে প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তান সরকারের ইস্যু করা মাউন্টেনিয়ারিং এবং ট্রেকিং পারমিশন পেয়েছি।

অনেকগুলো মানুষের ধন্যবাদ প্রাপ্য এজন্য। তবে তার আগে অবশ্যই আমাকে ঘুমিয়ে নিতে হবে কারণ সামনে দীর্ঘ দুই মাসের কঠিন এক জার্নি অপেক্ষা করছে।

তিনি আরও লিখেছেন, পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। আমি নিজেকে নিয়ে গর্বিত কারণ ‘এটা কোনোভাবেই সম্ভব না’ এমনটা আমার মুখের ওপর বলা হলেও আমি হাল ছাড়িনি।

অনেক ধকল সহ্য করে আমাকে এ সুযোগ এনে দেয়ার জন্য বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। আরও আপডেট শীঘ্রই জানাবো, আপাতত আজ ব্রেকফাস্টের সময় তোলা এ ছবিটি উপভোগ করুন।

স্ট্যাটাসের নিচে নিজের ফেসবুক পেজের লিংক সংযুক্ত করে ওয়াসফিয়া আরও লিখেছেন, এখানে ও আমার ইনস্টাগ্রামে আমাদের জার্নির আরও আপডেট পাবেন। সবাই আমার ভালোবাসা ও হাই অ্যালটিটিউড-ফাইভ জানবেন (হাই-ফাইভের মাউন্টেনিয়ারিং ভার্সন)।

প্রসঙ্গত, ২০১৫ সালে সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান সম্পূর্ণ করেন ওয়াসফিয়া নাজরিন। ২০১১ সালের অক্টোবরে আফ্রিকার মাউন্ট কিলিমানজারো (৫ হাজার ৮৯৫ মিটার), একই বছরের ডিসেম্বরে দক্ষিণ আমেরিকার মাউন্ট আকনকাগুয়া (৬ হাজার ৯৬১ মিটার), ২০১২ সালের মে মাসে মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮ মিটার), ২০১৩ সালের জানুয়ারিতে এন্টার্কটিকার মাউন্ট ভিনসন (৪ হাজার ৮৯২ মিটার), ২০১৩ সালের মার্চে ইউরোপের মাউন্ট অ্যালব্রুস (৫ হাজার ৬৪২ মিটার), ২০১৪ সালের জুনে উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলে (৬ হাজার ১৯৪ মিটার), এবং ২০১৫ সালের নভেম্বরে ওশেনিয়ার কার্সটেসনস পিরামিড (৪ হাজার ৮৮৪ মিটার) জয় করেন ওয়াসফিয়া। তিনিই প্রথম সেভেন সামিটজয়ী বাংলাদেশি পর্বতারোহী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে