সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৯:৫১

এরশাদকে ছাড়তে পারেন রওশন

এরশাদকে ছাড়তে পারেন রওশন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করার পর পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেয়া এক মন্ত্রী রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান করে আরেকটি জাতীয় পার্টি করার প্রস্তাব দিয়েছেন। এতে ওই বৈঠকে অংশ নেয়া অন্যমন্ত্রীরা সমর্থন দিলেও রওশন আরো একটু অপেক্ষা করতে চান। এ বিষয়ে রওশন বলেন, দলের চেয়াম্যানের কাছে আমরা জানতে চাইবো কেন তিনি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করে এ সিদ্ধান্ত নিলেন। পার্টির প্রসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার রংপুরে এক কর্মী সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ আগামী এপ্রিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণাও দেন। পার্টি চেয়ারম্যান জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং এবিএম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।  

এরপরই বিষয়টি নিয়ে জাতীয় পার্টির সিনিয়ির প্রেসিডিয়াম সদস্য এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদপন্থিদের মধ্যে তোলপাড় শুরু হয়।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে