ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্রের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের তিনদিনের মধ্যে চাকরি থেকে বহিষ্কার, গ্রেপ্তার ও দৃষ্টন্তমূলক শাস্তি প্রদান না করলে রাস্তার সব বাতি বন্ধ করে দেয়া হবে। ঢাকা শহরকে অন্ধকারে নিমজ্জিত করা হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা। পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কাজও বন্ধ রাখা হবে বলে জানানো হয়।
মানববন্ধনে নেতারা বলেন, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাস বৃহস্পতিবার ভোরে পরিদর্শনে গেলে তাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করা হয়। এর আগেও পুলিশ অন্যায়ভাবে প্রকৌশলী মাজেদ ও বিদ্যুৎ বিভাগের কর্মচারীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে।
বেঁধে দেয়া সময়ের মধ্যে হামলাককারীদের শাস্তির অাওতায় না আনা হলে থানা ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুল লতিফ।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী লীগের সভাপিত মিজানুর রহমান ভূঁইয়া, মো. আব্দুর রশিদ, মো. ইব্রাহীম, মুস্তাফিজুর রহমান, আব্দুস সত্তার, মো. শাজাহান প্রমুখ।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম