রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় তেমন কোন জঙ্গল নেই। তবে বড় কয়েকটি মাঠ রয়েছে। সেই সব মাঠে অন্য ফসলের তুলনায় অবশ্য আম বাগানই বেশি। এই সব মাঠের কোল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি গ্রাম।
কিন্তু হঠাৎ গ্রামগুলোতে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়ে। গ্রামে বাঘ ঢোকার খবরে গ্রামবাসী তাই একটু বেশিই সতর্ক ছিল। অনুপ্রবেশকারি বাঘকে ধরতে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে গ্রামবাসীরা পাহারা বসান। কিন্তু তারা বাঘের দেখা পাননা। হঠাৎ সেই ফাঁদেই আটকা পড়লো বাঘ। তবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার নয় বরং মেছো বাঘের ছানা।
সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের কারিগর পাড়া গ্রামের হাফিজুর ইসলামের বাড়ির আঙ্গিনায় ফাঁদে আটকা পড়ে হতভাগা বাঘের ছানা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাঘ ধরার খবরটি ছড়িয়ে পড়লে হাফিজুরের বাড়িতে জমে উৎসুক মানুষের ভীড়।
ফাঁদে আটকা পড়া বাঘের ছানাটি বিকেলে উদ্ধার করে গ্রামবাসীরা রীতিমতো খাতির যত্ন শুরু করে। খাবার দেয়া থেকে শুরু করে কেউ তার যেন ছানাটিকে আঘাত না করে সে বিষয়েও ছিল তৎপরতা।
বিষয়টি জানতে পেরে উপজেলার বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে উপজেলার বন বিভাগ লোকজন বাঘের ছানাটিকে নিয়ে যায়।
পরে বাঘের ছানাটিকে রাজশাহীর বন বিভাগের কাছে বিকেলে হস্তান্তর করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম।
বাঘা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান বলেন, আটক মেছো বাঘের ছানাটি প্রায় আড়াই ফুট লম্বা ও এক ফুট উচ্চতার। লোকালয়ে আসার পর গ্রামের লোক এটিকে বাঘ বা চিতা বাঘ বলে হুলস্থূল কাণ্ড ঘটিয়ে ফেলে। পরে তারা সেখানে যান।
এর আগে, ২০১১ সালে উপজেলার আরিপুর গ্রামেও একটি বাঘ পাওয়া গিয়েছিল। তবে বন বিভাগ সেই বাঘটিকে বনবিড়াল বলে অ্যাখ্যায়িত করেছিল।
১৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল