সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৯:৪৬

ব্যারিস্টার মওদুদের আকুতি

ব্যারিস্টার মওদুদের আকুতি

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আকুতি, ক্ষমতায় যেতে পারি আর না পারি বিএনপিকে বাঁচাতে হবে।  হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।  বিএনপি মিথ্যাচারের শিকার বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মওদুদ আহমদ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একটি মধ্যপন্থি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।
জনগণ তাদের অধিকার আদায় করবে।  জিয়াউর রহমানের মতো এবার খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন দক্ষ প্রশাসক।  তিনি পরিশ্রমী মানুষ ছিলেন।  দিনে ১৮/১৯ ঘণ্টা কাজ করতেন তিনি।  তিনি ভোগ বিলাস পছন্দ করতেন না, ছিলেন মিতব্যায়ী।  দেশে এমন কোনো মাঠ নেই যেখানে তিনি পদচারণ করেননি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে