ঢাকা : পিকআপ ভ্যান পোড়ানোর ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আসল বিএনপির কামরুল হাসান নাসিম। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন।
নাসিম বলেন, পিকআপ ভ্যানসহ নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু হাফপ্যান্ট পরা ভাড়া করা রিজভী আহমেদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা পিকআপটিতে (ঢাকা মেট্রো ন : ১১-৯৩৭১) ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তাদের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
হুঁশিয়ারি দিয়ে নাসিম বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিজভী আহমেদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমি কোনো দলের স্বার্থে কিংবা পৃষ্টপোষকতায় কাজ করছি না। যদি করতাম তাহলে এতদিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যেত। বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই, সেটা ফেরানোর জন্যই আমার লড়াই।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে দলীয় বিপ্লবের পিকআপ ভ্যান পোড়ানোর ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কামরুল হাসান নাসিম নিজেকে বিএনপি পুনর্গঠনের মুখপাত্র দাবি করলেও সংবাদ সম্মেলনে দলটির অন্য কোনো নেতাকে দেখা যায়নি। তিনি একাই উপস্থিত ছিলেন।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম