সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৪২:১৮

মাটিতেই বসে পড়লেন শেখ হাসিনা

 মাটিতেই বসে পড়লেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক : গণভবনের বাইরে মঞ্চের সামনে মাটিতে বিছানো মাদুরেই বসে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মাঠে একদিকে প্যান্ডেল ও ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে।  মঞ্চের সামনে মাটিতে বিছানো হয়েছে শতরঞ্জি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছোট বোন শেখ রেহানা ছাড়াও অারো অনেকেই আছেন।

বিভিন্ন পেশাজীবীদের জন্য প্রতি বছরের মত এবারো পিঠা উৎসবের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার বিকেলে গণভবনের মাঠে দেখা যায় পিঠা উৎসবের সেই দৃশ্য।

বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ সরকারি ও বেসরকারি পেশাজীবীরা পিঠা উৎসবে অংশ নেন।  এ সময় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখানে চলে বিভিন্ন ধরনের পরিবেশনা।  নাচ, গান, আবৃত্তিতে সবার সঙ্গে আড্ডা উপভোগ করেন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মাটিতে বিছানো মাদুরে বসা  প্রধানমন্ত্রীর ছবি।  অনেকের মন্তব্য, বঙ্গবন্ধুর কন্যা বলেই দর্শক সারিতে মাটিতে বিছানো মাদুরে বসে অনুষ্ঠান উপভোগ করছেন তিনি।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে