সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১০:০৪:০৫

আগামী বছর বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

 আগামী বছর বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি

গাজীপুর প্রতিনিধি : ২০১৭ সালের বিশ্ব ইজতেমা শুরু হবে জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে।  ইজতেমার প্রথমপর্ব হবে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এবং দ্বিতীয়পর্ব হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি।

২০১৬ সালে বিশ্ব ইজতেমায় বাংলাদেশের যে ৩২টি জেলা বাদ পড়েছে। আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার দুই পর্বে সেই ৩২ জেলার তবলিগ জামাতের সদস্যরা অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তবলিগের শীর্ষ মুরুব্বিরা।

এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন।  বিশ্ব ইজতেমা ময়দানে তবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা গতকাল রোববার রাতে বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন।

গিয়াস উদ্দিন জানান, এ বছর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যে ৩২ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন তারা আবার ২০১৮ সালের ইজতেমায় যোগ দিতে পারবেন।  তবে তারা ২০১৭ সালে বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমায় অংশ নেবেন।

২০১৭ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা জেলার মুসল্লিরা।

বিশ্ব ইজতেমায় প্রতিবছর ২৫ লাখের বেশি মুসল্লির সমাগম হয়।  আখেরি মোনাজাতের দিন এ সংখ্যা দ্বিগুণ হয়, যা তুরাগ নদের তীরের ১৬০ একরের ইজতেমা ময়দানে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।  ১৯৯৬ সালে একই বছর দুবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।  স্থান সংকুলান না হওয়ায় এবং মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমার আয়োজন করা হচ্ছে।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে