সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬, ১০:৪৩:৪২

‘রওশনের সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে নেতাকর্মীরা’

‘রওশনের সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে নেতাকর্মীরা’

ঢাকা : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করায় নেতাকর্মীরা ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করবে বলে একটি গণমাধ্যমের কাছে জানিয়েছেন জাতীয় পার্টির সদ্য ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সোমবার সন্ধ্যায় রওশন এরশাদ নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলে এর প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।  রওশন এরশাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি।

তিনি বলেন, তার সিদ্ধান্ত জাপার কোনো নেতাকর্মী মেনে নেবে না।  পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যে সিদ্ধান্ত দেবেন নেতাকর্মীরা তাই মেনে নেবেন।  আশা করি, দলের ঐক্যের স্বার্থে বিপথগামীরা নিজস্ব অবস্থানে ফিরে আসবেন।  

রুহুল আমিন হাওলাদার বলেন, ১/১১-এর সময় যখন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল, যখন এক মিনিটে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব ঘোষণা করা হয়েছিল।  তখন গঠনতন্ত্র কোথায় ছিল? রওশন এরশাদ কী এরশাদের পরিবারের বাইরের কেউ? পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবেন নেতাকর্মীরা সেভাবেই চলবে।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে