ঢাকা : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করার পরিপ্রেক্ষিতে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সভার বৈঠক ডাকার এখতিয়ার দলের চেয়ারম্যান ছাড়া কারো নেই। নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়া অবৈধ। শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমি দলের নির্বাচিত চেয়ারম্যান। আমি প্রেসিডিয়াম সভার বৈঠক ডাকবো। ওরা যেটা করেছে সম্পূর্ণ অবৈধ।
সোমবার রাত পৌনে ১০টার দিকে রংপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান এরশাদ। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাত ৮টার দিকে রওশন এরশাদের গুলশানের বাসায় এক বৈঠকে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয় বলে জানান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
রওশনকে যারা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন তাদের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ওরা এটা করতে পারে না। এটা দলের গঠনতন্ত্রবিরোধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আমি যখন দল গোছাতে চাচ্ছি তখন তারা এ বিশৃঙ্খলা সৃষ্টি করলো।
এদিকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করায় নেতাকর্মীরা ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করবে বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন জাতীয় পার্টির সদ্য ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সোমবার সন্ধ্যায় রওশন এরশাদ নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলে এর প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। তিনি জানান, রওশন এরশাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা। তার সিদ্ধান্ত জাপার কোনো নেতাকর্মী মেনে নেবে না। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যে সিদ্ধান্ত দেবেন নেতাকর্মীরা তাই মেনে নেবেন।
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম