ঢাকা: এখন থেকে ঘরে বসে মুহুর্তেই সরকারি কোষাগারে টাকা পাঠানো যাবে। তবে ট্রেজারি চালান, সরকারি চালান, ব্যাংক ড্রাফট কিংবা পে অর্ডার এ বছরই বন্ধ হয়ে যাচ্ছে না। ঘরে বসে সরকারি কোষাগারে টাকা পাঠানোর এই পদ্ধতির নাম দেয়া হয়েছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রকল্পের (এফএসএসপি) আওতায় বাস্তবায়নাধীন কয়েকটি প্রকল্পের মধ্যে এটি অন্যতম। উৎপাদনশীল খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ সুবিধা সৃষ্টির জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ৩৫ কোটি ডলারের এফএসএসপি তহবিল গঠন করেছে। এই টাকায় উৎপাদনশীল খাতে বৈদেশিক মুদ্রায় ঋণ দেয়ার পাশাপাশি ই-পেমেন্ট গেটওয়ের কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন ধরনের ট্রেজরি চালান ও সরকারি চালান দ্বারা বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগার বা সংশ্লিষ্ট গ্রহীতা অ্যাকাউন্টে অর্থ জমা দেয়া যায়। আর ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের দ্বারা রাষ্ট্রীয় মালিকানাধীন সব ব্যাংকে গ্রহীতার অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা জমা দেয়া যায়। এতে অনেক বেশ সময় লেগে যায়।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম