ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার কিছু পরে শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন খালেদা। পরে সবাইকে নিয়ে মোনাজাত করেন। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম