মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০১:১৩:৫৬

এরশাদের নেতাকর্মীকে পুলিশের লাঠিপেটা

এরশাদের নেতাকর্মীকে পুলিশের লাঠিপেটা

ঢাকা: পুলিশ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদকে অভ্যর্থনা জানাতে আশা নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করতে গেলে জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের পিএস জসিমসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ লাঠিপেটা করে।

প্রসঙ্গত, এরশাদ আজ রংপুর থেকে বিমানে এসে হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন। তাকে অভ্যর্থনা জানাতে গতকাল রাতে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে যাওয়ার নির্দেশ দেন মহানগর নেতারা। এজন্য সকাল থেকে কয়েক হাজার নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হন। এরশাদের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে