মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০১:৩৯:১১

নারায়ণগঞ্জের পাঁচ খুনের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের পাঁচ খুনের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের পাঁচ খুনের ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমা বেগম নামের এই আসামিকে মঙ্গলবার ভোরে শরীয়তপুর জেলার ডামুড্ডা সেদেলকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিবুল ইসলাম খান টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মামলার বাদী শফিকুল বলেন, তাঁর স্ত্রী’র (খুন হওয়া তাসলিমা) কাছ থেকে ঢাকার কলাবাগান এলাকার নাজমা বেগম, শাহজাহানসহ আরও কয়েকজন ব্যক্তি প্রায় ১২ লাখ টাকা পেতেন। এই টাকা মাসিক চক্রবৃদ্ধি হারে সুদে নেওয়া ছিল। টাকা আদায়ের জন্য পাওনাদারেরাই এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় ফ্ল্যাট বাড়িতে দুই শিশুসহ পাঁচজন খুন হয়।  
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে