মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০১:৫২:৪৭

৪ হাজার ৮৩০ কোটি টাকার ৯টি প্রকল্প একনেকে অনুমোদন

৪ হাজার ৮৩০ কোটি টাকার ৯টি প্রকল্প একনেকে অনুমোদন

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আজ ৪ হাজার ৮৩০ কোটি টাকার ৯টি প্রকল্পকে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অন্যতম।

এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৭৭৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করা হবে।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে