মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০২:৩১:৫৭

জাতীয় পার্টি কোন জাতের পার্টি নয়: নোমান

জাতীয় পার্টি কোন জাতের পার্টি নয়: নোমান

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জাতীয় পার্টির বর্তমান অবস্থা প্রসঙ্গে বলেছেন, ‘আসলে জাতীয় পার্টি কোন জাতের পার্টি নয়। জাতের পার্টি হিসেবে কখনো কোনদিন ফর্ম করে নাই।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

নোমান বলেন, ‘জাতিয় পার্টি সব সময়ই হুসেইন মুহাম্মদ এরশাদ অথবা তাঁর স্ত্রী অথবা এর মধ্যে কিছু ষড়যন্ত্রকারী নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে, আবার মিটমাট করে নেয়। এখনো আমার মনে হয়, ফলাও করে তাঁদের অবস্থান দেখছি, সেরকম কিছু হবে না। একটা মীমাংসা তাঁদের মধ্যে হয়ে যাবে। কারণ এখানে ভাগ-বাঁটোয়ারার ব্যাপার। এখানে হয়তো কেউ ফিফটি পার্সেন্টে রাজি হচ্ছে না, তাঁকে সিক্সটি পার্সেন্ট দিলে সে খুশি হয়ে গেল।’

অন্যদিকে শেরেবাংলা নগর থেকে জিয়ার কবর সরানো নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এটা সরকারের বিভিন্ন চালের একটা অংশ। জনগণের মধ্যে এই বক্তব্যটা দিয়ে দেখছে যে প্রতিক্রিয়া কী। আমরা মনে করি, জিয়ার মাজার এখান থেকে সরানো যাবে না। বাংলাদেশের ইতিহাসেও এক জায়গা থেকে অন্য জায়গায় মাজার স্থানান্তরের নজির নেই। ধর্মীয়ভাবে কিংবা রাজনৈতিকভাবে এ ঘটনা কখনো ঘটে নাই।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে