মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০২:৫৫:১৪

এরশাদের জাপাকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান বিএনপির!

এরশাদের জাপাকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান বিএনপির!

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে দলের কো চেয়ারম্যান ঘোষণা করায় দলটি ৫ম বারের মতো ভাঙনের মুখে পড়েছে। এরশাদের ওই ঘোষণার পরপরই নিজেকে নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান দাবি করেছেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

দলটি আবারও ভাঙতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকগণ।

এমতাবস্থায় বিএনপির এক নেতা তাদের চলমান আন্দোলনে জাতীয় পার্টিকে অংশ নেয়ার বিষয়ে ইঙ্গিতে আহ্বান করেছেন।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দেওয়া শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি।’

জাতীয় পার্টির বর্তমান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি কোন জাতের পার্টি নয়। দলটি শুরু থেকেই আওয়ামী লীগের অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে। পাশাপাশি নিজেদের দলের নেতাদের ষড়যন্ত্রেরও শিকার হয়েছে। পরে আবার মিটমাটও হয়ে গেছে।’
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে