মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৩:২৩:২৯

বাবলু আউট, হাওলাদার ইন

বাবলু আউট, হাওলাদার ইন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে বহিষ্কার করে নতুন মহাসচিবের নাম ঘোষণা করেছেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে তিনি আবারো রুহুল আমিন হাওলাদারের কাঁধেই তুলে দিয়েছেন মহাসচিবের দায়িত্ব।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এরশাদ এ ঘোষণা দেন।

এরশাদ এর আগে গত রবিবার রংপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তার ছোটভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান এবং উত্তরসূরী ঘোষণা করেন।

এদিকে ঢাকায় জাতীয় পার্টির সরকার সমর্থক সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের ‘যৌথ সভা’ থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা হয়। সেইসঙ্গে এরশাদের স্ত্রী রওশন নিজেকে ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ বলে দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলেন এরশাদ।
১৯ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে