মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৪:০৩:২৬

নিজ হাতে টি-শার্ট প্রিন্ট করলেন মন্ত্রী

নিজ হাতে টি-শার্ট প্রিন্ট করলেন মন্ত্রী

নিউজ ডেস্ক : কারখানা পরিদর্শনের গিয়ে নিজের হাতে টি-শার্টে স্কিন প্রিন্ট দিচ্ছেন কর্মসংস্থান মন্ত্রী। দুর্ঘটনায় ভিকটিমদের সঙ্গে সময় কাটান। তাদের জীবনের গল্পও শোনেন। ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী ইয়র্ন নির্গার লারসেন ঢাকা সফরে এসে রানা প্লাজা পুনর্বাসিত ভিকটিমদের সঙ্গে সময় কাটান। ৪ দিনের সফরে প্রথম দিনে সোমবার বিকালে রানা প্লাজা দুর্ঘটনায় ভুক্তভোগীদের জীবনের গল্প শুনেন তিনি।


ঢাকার অদূরে একটি গার্মেন্ট কারখানাও পরিদর্শন করেন ডেনিশ মন্ত্রী। ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের অফিসিয়্যাল ফেসবুক পেজে রাতে মন্ত্রীর সফর এবং ঢাকার প্রথম দিনের কার্যক্রম নিয়ে ৪টি ছবি আপলোড করা হয়। সেখানে দুটি ছবি রানা প্লাজা বিষয়ক ওয়ার্কশপে অংশ নেয়া ভিকটিমদের সঙ্গে আর দুটি ছবি কারখানা পরিদর্শন সংক্রান্ত। কারখানা পরিদর্শনের একটি ছবিতে মন্ত্রী নিজে টি-শার্টে স্কিন প্রিন্ট দিচ্ছেন বলে দেখা যায়।


দূতাবাসের বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে: ডেনিশ মন্ত্রীর বাংলাদেশ সফর শীর্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার তিনি ঢাকায় পৌঁছান।  প্রথম দিনেই মন্ত্রী আকু-টেক্স গ্রুপের কারখানা পরিদর্শন করেন। ওই কারখানায় ডেনমার্কের বাজারের জন্য পোশাক তৈরি হয়। ওই কারখানার পণ্য উৎপাদনের পরিবেশ বিশেস করে দায়িত্ববোধ ও টেকসই উৎপাদন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এখানে গার্মেন্ট শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তা দেখে অভিভূত হন মন্ত্রী। এ শিল্পের আরও অনেক কিছু করার আছে বলে মত দেন তিনি।

দূতাবাস জানায়, গার্মেন্ট কারখানা পরিদর্শনের পাশাপাশি রানা প্লাজা ভিকটিমদের সক্ষমতা বাড়ানো বিষয়ক একটি কর্মশালায় অংশ নেন ডেনিশ মন্ত্রী। সেখানে তিনি অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা বিশেষ করে পুনর্বাসন পরবর্তী জীবনের গল্প শুনেন। সেখানে ওই ঘটনার শিকার নারী কর্মীদের টেকসই ভবিষ্যতে ডেনিশ সরকারের সম্পৃক্ততার বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়।

উল্লেখ্য, ঢাকা সফরকালে লারসেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকসহ যৌথভাবে দু’দেশের মধ্যেকার একটি কৌশলগত সেক্টর সহযোগিতা প্রকল্পের সূচনা করবেন।
১৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে