মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৫:৪০:৪৭

প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকতে চাই না : এরশাদ

 প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকতে চাই না : এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকতে চাই না।  এ পদ থেকে পদত্যাগের জন্য আমি প্রধামন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করবো।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে এরশাদের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংগঠনের জন্য সারাদেশ ঘুরে বেড়াতে চাই ও কাজ করতে চাই।

এরই মধ্যে রংপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তার ছোটভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান এবং উত্তরসূরি ঘোষণা করেন এরশাদ।

এ ঘটনায় জাতীয় পার্টির সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের ‘যৌথ সভা’ থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা হয়। একইসঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করা হয়।  এ কথা জানান পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এদিকে জিয়া উদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদে পুনর্বহাল করেন এরশাদ।  রওশন এরশাদের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ হওয়ার বিষয়ে এরশাদ বলেন, ওটা রওশন এরশাদের স্টেটমেন্ট ছিল না, বাবলুর স্টেটমেন্ট ছিল।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে