মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৮:০১:০৯

কুড়িয়ে পাওয়া ৫৭ লাখ টাকা ফিরিয়ে দিলেন পুলিশ কনস্টেবল

কুড়িয়ে পাওয়া ৫৭ লাখ টাকা ফিরিয়ে দিলেন পুলিশ কনস্টেবল

ঢাকা : রাস্তায় পড়ে পাওয়া ৫৭ লাখ টাকার পে অর্ডার ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক পুলিশ কনস্টেবল।  সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী ও সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহাকে নির্যাতনের অভিযোগে যখন পুলিশ প্রশাসন বেশ কোণঠাসায় ঠিক তখন ৫৭ লাখ টাকার পে অর্ডার ফিরিয়ে দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করলেন তিনি।

 
জানা গেছে, রাজধানীর রমনা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সামিট কমিউনিকেশনসের সাড়ে ৫৭ লাখ টাকার পে-ওর্ডার পেয়ে কর্তৃপক্ষের কাছে তা ফিরিয়ে দেন লিটন সূতার।

মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে ডিএমপি কন্ট্রোল রুমে ডিউটি করতে যাচ্ছিলেন লিটন সূতার।  সামনেই ছিল আরেকটি মোটরসাইকেল।  সামনের মোটরসাইকেলের চালকের পেছনে বাম দিকে এইচপি লেখা একটি ব্যাগ রূপসী বাংলা মোড়ে পড়ে যায়।  

লিটন কর্মস্থলে পৌঁছে ব্যাগটি খুলে দেখতে পান ব্যাগটি সামিট কমিউনিকেশনসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) মো. সাইফুল্লাহ রাসেলের।  ব্যাগের ভেতরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিটির (বিটিআরসি) নামে দুটি চেক এবং প্রয়োজনীয় কাগজপত্র।  এর মধ্যে একটি ৫০ লাখ টাকার এবং আরেকটি সাড়ে সাত লাখ টাকার পে-অর্ডার।  
 
পরে লিটন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকারের কাছে ব্যাগটি জমা দেন।  ব্যাগের ভেতর থাকা ভিজিটিং কার্ড দেখে ফোন দেয়া হলে সামিট গ্রুপের থেকে যোগাযোগ করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইনান্স) এ কে এম আহসান জামান।  

পরে তিনি সশরীরে ডিএমপিতে এসে ব্যাগটি গ্রহণ করেন।  ব্যাগ পাওয়ার সংবাদ পেয়ে সাইফুল্লাহ রাসেল বলেন, পুলিশ যে জনগণের বন্ধু, আজ সত্যি এর প্রমাণ পেলাম।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে