ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৫ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ মঙ্গলবার ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।
তিনি জানান, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৭ বিমানের টয়লেটের ভেতর স্বর্ণের বারগুলো লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।
এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান শহীদুজ্জামান।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম