মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ১১:৩২:০৭

মরার আগ পর্যন্ত অটল থাকব : এরশাদ

মরার আগ পর্যন্ত অটল থাকব : এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিবের বিষয়ে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে জাতীয় পার্টির সংসদীয় দল।

তিনি বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তে অটল আছি।  মরার আগ পর্যন্ত অটল থাকব।  আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে এসব কথা বলেন এরশাদ।

জাতীয় সংসদের আসন্ন অধিবেশন উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদীয় দলের বৈঠকে হাজির হন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। নবনিযুক্ত মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ ৪০জন সংসদ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে এরশাদের নেয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।  সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় সংসদের গেটে সাংবাদিকদের এরশাদ বলেন, আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

উল্লেখ্য, বৈঠকের দুই ঘণ্টা আগে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব নিয়োগ দেন এরশাদ।

এর আগে রোববার নিজের ছোট ভাই ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা দেন তিনি।
 ১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে