ঢাকা : জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশার দোহাই দিয়ে শেরেবাংলা নগর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর অপচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না। জিয়ার কবরে হাত দিলে খবর আছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আসাদ গেটের জিইউপি মিলনায়তনে এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। এসময় মেহেরপুর জেলা জাগপার নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি।
জাগপা সভাপতি বলেন, জিয়াউর রহমানের আহ্বানে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। জিয়ার নামেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম চলবে। নব্য বাকশালের কারাগার ভেঙে গণতন্ত্রক মুক্ত করা হবে ইনশাআল্লাহ।
জীবন থাকতে ক্রীতদাসের শাসন ও দিল্লির গোলামী মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শফিউল আলম প্রধান বলেন, চেতনার দোপাট্টা গায়ে জড়িয়ে লুই আই কানের নকশার দোহাই দেবেন না। কার কবর কোথায় হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এ কথা আপনারাও ভালো জানেন। জিয়ার কবরে হাত পড়লে বিএনপি-জাগপা ও ২০ দলের দরকার হবে না। সুতরাং যার খেলা সেই খেলুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা কমিটির আহ্বায়ক আবু তালেব বিশ্বাসসহ জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক দেওয়ান নাসিরউদ্দিন, সমাজসেবা সম্পাদক দেওয়ান মো. রোকনউদ্দিন হাজারী, সহ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন প্রমুখ।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম