বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:০৭:০০

ঝাড়ু হাতে তারকাদের নিয়ে রাস্তায় নামলেন সাঈদ খোকন

ঝাড়ু হাতে তারকাদের নিয়ে রাস্তায় নামলেন  সাঈদ খোকন

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সাথে নগরীর পরিচ্ছন্নতা কাজে অংশ নিলেন এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নারী, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এ কর্মসূচির মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাঈদ খোকন।
 
মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজার মোড় সংলগ্ন প্রত্যাশা ভাস্কর্যের সামনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি।  

প্রধান অতিথির বক্তব্যে নগরীর প্রত্যেকটি মানুষকে আগামী ভালোবাসা দিবসে নগর পরিচ্ছন্ন রাখতে এক ঘণ্টা সময় পরিচ্ছন্ন কাজে ব্যয় করার অনুরোধ জানান মেয়র সাঈদ খোকন।
 
মেয়র বলেন, ঢাকা শহর পর্বতসমান সমস্যায় জর্জরিত।  অনেকে মনে করেন এ সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়।  কিন্ত এ চিন্তা ঠিক না।  নিশাত মজুমদারের মতো বাঙালি নারী এভারেস্ট জয় করে আমাদের শিখিয়েছেন  কোনো কিছুই অসম্ভব নয়।
 
তিনি বলেন, ঢাকা শহরকে আবার পূর্বের মতো গড়ে তুলতে আমরা কার্যক্রম শুরু করেছি।  সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছি।  ময়লা-আবর্জনাযুক্ত এ শহরকে যেকোনো মূল্যে পরিচ্ছন্ন এবং পরিপাটি শহর হিসেবে গড়ে তুলতে হবে।

সাঈদ খোকন বলেন, তখন ঢাকা শহরকে সবাই উদাহরণ হিসেবে গ্রহণ করবে।  আমরা সুন্দর নগর জীবন নিশ্চিত করতে চাই।  রাজনীতিতে সুস্থতা চাই।  ডিএসসিসির নিয়ম মেনে সন্ধ্যা ৭টার পর বাসাবাড়ির আবর্জনা ডাস্টবিনে ফেলার আহ্বান জানান তিনি।
 
এভারেস্টজয়ী নিশাত মজুদার বলেন, আমরা সবাই পরিচ্ছন্ন, পরিবেশ-বান্ধব এবং বাসযোগ্য নগরী চাই।  কিন্তু বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করি না।  
 
জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ বলেন, ডিএসসিসি মেয়র নগর বাউল  সেজে ঢাকাবাসীকে পরিচ্ছন্ন শহর গড়ার আহবান জানাচ্ছেন।  সবাই মিলে মেয়রের ডাকে সাড়া দিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে ঢাকা শহর আবর্জনামুক্ত হবে।
 
জনপ্রিয় টিভি অভিনেত্রী ও মডেল মৌনিতা খান ঈশানা বলেন, এ শহরকে আমাদেরই পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
 
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-এর সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিতোষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রোকসানা ইসলাম চামেলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন (নৌ) রকিব উদ্দিন প্রমুখ।

২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে