বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৩:৩০:৪৫

শাহজালাল বিমানবন্দরে আবারো স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে আবারো স্বর্ণ উদ্ধার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা আড়াইটার দিকে দুইটি পৃথক ফ্ল্যাইট থেকে আড়াই কেজি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। এঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, দুপুরে ইস্তাম্বুল থেকে দুবাই হয়ে ঢাকায় একটি ফ্ল্যাইট (টিকে৭১২) ও চট্টগ্রাম থেকে অপর একটি ফ্ল্যাইট (বিজি০৪৬) ঢাকায় আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’টি ফ্ল্যাইটে অভিযান চালিয়ে এক হাজার ৬শ’ গ্রাম ওজনের স্বর্ণের বার ও ৯শ’ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে