ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে বেধড়ক মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতে পুলিশ এবার ব্যাংক এশিয়ার এক কর্মচারীকে মারধর করেছে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে রাজধানীর পল্টনে শিকড় পরিবহনে ভাড়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আইয়ুব নামের ওই ব্যাংক কর্মচারীকে মারধর করে পুলিশ।
পথচারীরা এ ঘটনার পর অভিযুক্ত পুলিশ কনেস্টবল মাহবুবকে যাত্রীসহ গাড়িতেই আটকে রাখে। পরে পুলিশের এসআই হারুন উপস্থিত হলে পরিস্থিতি আরো বেসামাল হয়ে পড়ে।
এসময় গাড়িটির সামনের গ্লাস ভাঙচুর করে পথচারীরা। এক পর্যায়ে ঘটনাস্থলে ব্যাংকের কর্মকর্তারা এলে বিষয়টির সুরাহা হয়। তবে পুলিশ গাড়িটি থানা নিয়েছে।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম