বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৪:১৭:৩৪

দায়িত্ব দিলে জলাবদ্ধতা থাকবে না : আনিসুল হক

 দায়িত্ব দিলে জলাবদ্ধতা থাকবে না : আনিসুল হক

ঢাকা : ঢাকার দুই মেয়রকে ওয়াসার দায়িত্ব দিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।  তিনি বলেন, ঢাকা ওয়াসার বেশকিছু দায়িত্ব পুরোপুরি মেয়রকে দিয়ে দেয়া উচিত। তাহলে দুই বছরের মধ্যে ঢাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না।

বুধবার দুপুরে ‘ঢাকা টুমোরো’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকার জলজটের কারণে হিসেবে ভরাট হয়ে যাওয়া খালগুলো অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেন আনিসুল হক।

তিনি বলেন, খাল বিষয়ে মেয়র কিছু করতে পারে না।  ওয়াসা ও ডিএনসিসি একে অপরকে নিজেদের দায়িত্ব নয় এ কথা বলার অভ্যাস আছে।

আজকের এ অনুষ্ঠানে আরবান ল্যাব পরিচালিত তিনটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।  একটি প্রতিবেদনে দেখা যায়, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা পর্যন্ত নতুন রাস্তা হওয়ায় প্রতিবছর আর্থিক সাশ্রয় হবে প্রায় ১০০ কোটি টাকা।  

হিসেবটি যানবাহনের জ্বালানি সাশ্রয় এবং যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হতো সেই হিসেবে করা হয়েছে।

আরেক গবেষণায় দেখা যায়, রাজধানীর নয়টি জায়গাকে পার্কিং মুক্ত করায় বছরে আর্থিক সাশ্রয় হবে ১ হাজার কোটি টাকার ওপরে।  

এ গবেষণা বিষয়ে মেয়র আনিসুল হক বলেন, এ গবেষণা যারা করেছেন তারা আমাদের চোখ খুলে দিয়েছেন।  নয়টি জায়গা পার্কিং মুক্ত করায় ১ হাজার কোটির সাশ্রয় হবে- এটা ভাবতেও পারিনি।  তাহলে পুরো ঢাকা যানজটে কত লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক, আরবান ল্যাবের সমন্বয়ক স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাজী জামিল আজহার প্রমুখ।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে