বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০২২, ০৫:২৬:০৩

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

এমটি নিউজ২৪ ডেস্ক : দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৮৬.৫০, সর্বনিম্ন মাইনাস ২০ নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা। এবার ৩০ নম্বরের ওপরে যারা পেয়েছেন তাদের উত্তীর্ণ দেখানো হয়েছে। এতে উত্তীর্ণ হয়ে ৩০ এর ওপরে পেয়েছেন ৮৫,৫৮২ জন। অনুত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ৭১১ জন।

তিনি আরো বলেন, প্রায় এক শতাংশ খাতা মূল্যায়ন করা সম্ভব হয়নি। কারণ অনেকে তিনটি থেকে দুটি পূরণের কথা থাকলেও তিনটিই পূরণ করেছেন। অনেকের সেট কোডগত সমস্যাও ছিল।  
এর আগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে