রাজশাহী: রাজশাহীর বাঘায় আবারো একটি বাঘের ছানা ধরা পড়েছে। গত সোমবার উপজেলার কারিগরপাড়া গ্রামে একটি বাঘের ছানা ধরা পড়ার পর মঙ্গলবার উপজেলার আমোদপুর গ্রামের আলী হুসেনের বাড়ির পাশে আরও একটি বাঘের ছানা ধরা পড়ে।
পরপর দুই দিনে দুটি বাঘের ছানা ধরার এ ঘটনায় এখন অনেক গ্রামেই আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের ধারণা বাঘের ছানা যেহেতু ধরা পড়ছে, আশে পাশে হয়তো এদের বাবা-মা বা বড় বাঘ রয়েছে বলে তাদের ধারণা।
এ প্রসঙ্গে আলী হুসেন জানান, সকালের দিকে তার বাড়ির আঙ্গিনায় কুয়া ভর্তি পানিতে বাঘটি পড়ে যেতে দেখেন তার মা। এ খবর শুনে গ্রামের লোকজন জাল ও রশি দিয়ে বাঘটি কুয়ার মধ্যে থেকে উদ্ধারের পর চার-পা বেধে শিকল বন্দী করে।
খবর পেয়ে পুলিশ বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারনা বাড়ির পাশে মুরগীর খামার রয়েছে। খামারে মুরগী খেতে এসে বাঘটি পানি ভর্তি ওই কুয়াতে আটকা পড়ে। পরে এলাকার লোকজন উদ্ধার করে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান জানান, এর আগের দিন সোমবার একই ধরনের আরো একটি বাঘ জালের ফাঁদে আটকা পরে। পায়ের ছাপ ও চোখ-চেহারা দেখে মনে হচ্ছে মেছো বাঘ।
উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান জানান, রাজশাহীর বন্যপ্রাণি বিভাগের নিকট বাঘটি হস্তান্তর করা হয়েছে।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম