বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৫:০৮:১৯

আন্দোলন হলেও সুযোগ নেই : মুহিত

আন্দোলন হলেও সুযোগ নেই : মুহিত

ঢাকা : বেতন ও মর্যাদার প্রশ্নে আন্দোলন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে বুধবারই ক্লাসে ফিরেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আন্দোলন হলেও পে-স্কেল পরিবর্তনের কোনো সুযোগ নেই।  তবে আলোচনার ভিত্তিতে কোনো প্রস্তাবনা এলে তা বেতন কাঠামোতে সংযুক্ত করা যেতে পারে।

বুধবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মুহিত বলেন, অষ্টম বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পে-স্কেলে পরিবর্তনের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে এসব আন্দোলনের কোনো ভিত্তি থাকে না। বেতন কাঠামো না বোঝার কারণেই আন্দোলন হচ্ছে।  তবে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।  এ বিষয়ে  শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী দেখছেন।

বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এখানে আমাদের কিছু দোষ ছিল।  এটা এরই মধ্যে সংশোধন হয়েছে।  সেজন্য তারা আন্দোলন থেকে সরে গেছে।

চীনের নেতৃত্বে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার জন্য সম্প্রতি বেইজিং গিয়েছিলেন অর্থমন্ত্রী।  সেখান থেকে ফিরে তিনি প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে মুহিত জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হতে গেলে আমাদের সংসদের সম্মতি লাগবে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে চীন বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য খুব বেশি আগ্রহী।  তবে তাদের প্রকল্প দেয়ার আগে মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে