বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৬:৩০:৪২

‘খালেদার ভালোবাসা না থাকায় আন্দোলন বিফল’

‘খালেদার ভালোবাসা না থাকায় আন্দোলন বিফল’

নিউজ ডেস্ক : দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা না থাকায় আন্দোলনে বিফল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  সেজন্য তার আন্দোলন সফল হয় না।
 
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে শহীদ আসাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া মঙ্গলবার এক বিবৃতিতে শহীদ আসাদকে শ্রদ্ধা জানিয়েছেন।  তার উচিত ছিল স্বৈরাচার শাসকরা যেসব ছাত্রকে হত্যা করেছে তাদের প্রতিও সম্মান জানানো।  তিনি আসলে দেশের মানুষকে ভালোবাসেন না বলেই তার আন্দোলনও সফল হয় না।

ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় জনপ্রিয়তার ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন করা হবে।  ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সংসদ সদস্যদের কোনো হাত থাকবে না।  এটা দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের অবস্থা স্বাভাবিক নয় বলে যে মন্তব্য করেছেন তার জবাবে তিনি বলেন, তাহলে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার সময় কি দেশের অবস্থা স্বাভাবিক ছিল?

এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোরাক আলী শিকদারের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে