বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৯:২৬

৪৩ কেজি ওজনের কুমড়া ফার্মগেটে

 ৪৩ কেজি ওজনের কুমড়া ফার্মগেটে

ঢাকা : শুনলে অবাক মনে হলেও ঘটনা কিন্তু সত্যি।  ৪৩ কেজি ওজনের কুমড়া এখন রাজধানীর ফার্মগেটে।  মিষ্টি কুমড়ার ওজন কোনোটার ৩২ কেজি আবার কোনোটার ওজন ৪৩ কেজি।  

যারা দেখছেন তারাই বিস্ময় প্রকাশ করছেন।  গতকাল মঙ্গলবার জাতীয় সবজি মেলায় এ বিরাট আকৃতির কুমড়ার দেখা মেলে।  এদিন ছিল মেলার শেষদিন।  কুমড়া ছাড়াও মেলায় ৮ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের কচুও দেখতে পাওয়া যায়।

মেলায় এদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্টলে সামনে ভিড় ছিল সবচেয়ে বেশি।  বেশির ভাগ দর্শনার্থীর নজর ছিল ছয়টি মিষ্টি কুমড়ার দিকে। এগুলোর ওজন যথাক্রমে ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৪০ ও ৪৩ কেজি।

জানা গেছে, এগুলো স্থানীয় উন্নত জাতের কুমড়া।  মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিল প্রকল্প থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো।

রাজধানীর ফার্মগেট এলাকায় তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় রোববার। প্রথমবারের মতো আয়োজিত এ সবজি মেলায় ৭২টি স্টলে প্রায় ১২৪ জাতের শাক-সবজি প্রদর্শন করা হয়।  এর মধ্যে কৃষি গবেষণা ইনস্টিটিটিউটের বৈজ্ঞানিকদের উদ্ভাবন করা ৩৪টি ফসলের ১০০ রকমের জাত প্রদর্শন করা হয় মেলায়।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে