নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করানো হবে এমন ষোষণায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এতে নড়েচড়ে বসেছে রওশনপন্থীরা। সোমবার রাতে প্রেসিডিয়ামের বৈঠক ডেকে রওশন নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেন।
ঠিক এর একদিন পর মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব ও রওশনপন্থী হিসেবে দলে পরিচিত জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
একইসঙ্গে দলটির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে পুনরায় মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। মঙ্গলবার দুপুরে বনানীর কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা দেন এরশাদ। এ নিয়ে জাপায় চলছে নানা মেরুকরণ।
জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং তার স্ত্রী বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের মধ্যকার চলমান অবস্থা যেন আরো ঘনীভূত হচ্ছে। জাপার সংকটময় এ পরিস্থিতিতে জাতীয় পার্টিতে না থাকার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সরকারে থাকা তিন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।
এদের মধ্যে মুজিবুল হক চুন্নুকে আওয়ামী লীগে যোগদানের বিষয়ে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে বলে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। অন্যদিকে মন্ত্রিসভায় থাকা এরশাদের ভাগ্নে মশিউর রহমান রাঙাও এরশাদের সঙ্গ ছাড়ার চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।
আগামীতে তিনি তার মামার সঙ্গে থাকবেন না বলে প্রকাশ্যেই জানিয়েছেন তিনি। তবে জাতীয় পার্টি ছেড়ে তিনি কোন দলে যোগ দেবেন তা এখনো নিশ্চিত নয়। আগামীদিনে তিনি রংপুর আওয়ামী লীগের কাণ্ডারি হতে চান বলে অনেক আগে থেকেই প্রচার আছে। তবে রাঙার আওয়ামী লীগে যোগ দেয়ার ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সিগন্যাল দেয়া হয়নি বলে সূত্র জানিয়েছে।
এদিকে চট্টগ্রাম আওয়ামী লীগে আগে থেকেই রয়েছে অন্তর্কলহ। তাই আওয়ামী লীগ আনিসুল ইসলাম মাহমুদকে দলে নিয়ে বাড়তি ঝামেলা সৃষ্টি করতে চায় না। তবে আওয়ামী লীগে যোগ দেয়ার ইচ্ছে রয়েছে তার।
তবে মুজিবুল হক চুন্নুর ব্যাপারে এ ধরনের কোনো ঝামেলা নেই বলে জানিয়েছে ওই সূত্র। বরং কিশোরগঞ্জের করিমগঞ্জ ও তাড়াইল নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের শক্ত প্রার্থী না থাকায় চুন্নুকে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে বলে জানা গেছে।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/এমআর