ঢাকা : বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচনে ভোট ডাকাতি, অনিয়ম, কারচুপির চিত্র তুলে ধরেন বিএনপির নেতারা। এ সময় কূটনীতিকদের কাছে নির্বাচনে অনিয়ম-কারচুপির ডকুমেন্টসহ সিডি হস্তান্তর করেন তারা।
বুধবার বিকেল ৪টা ১০ মিনিট এ বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৫টায়। বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের এসব তথ্য জানান।
ড. রিপন বলেন, বৈঠকে আমরা কূটনীতিকদের বলেছি, এ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বিগত তিন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে আবারো তা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, প্রথাগতভাবে বিদেশি কূটনীতিকরা কোনো কমেন্টস করেন না। তবে কারচুপি-অনিয়মের বিষয়ে আমাদের অভিযোগ তাদের কাছে তুলে ধরেছি।
সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান রিপন।
বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ইনাম আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, স্পেন, ডেনমার্ক, জাপান, তুরস্ক, সুইডেন, কুয়েতসহ ঢাকায় নিযুক্ত ১৪টি দেশের কূটনীতিকরা অংশ নেন। এতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম