বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০২:২৪:০০

সাইকেলে চেপে খালেদার কার্যালয়ে জার্মান কর্মকর্তা

সাইকেলে চেপে খালেদার কার্যালয়ে জার্মান কর্মকর্তা

নিউজ ডেস্ক । খালেদা জিয়ার কার্যালয়ে বুধবার কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছে। দেড় ডজন কূটনীতিকের মধ্যে সবার দৃষ্টি কেড়েছেন জার্মান দূতাবাসের কর্মকর্তা। অন্য সবাই গাড়িতে এলেও তিনি আসেন সাইকেল চালিয়ে।

গত মাসে হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে ‘ভোট জালিয়াতির প্রমাণ’ দেখাতে বুধবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার বিভিন্ন দেশের মিশনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছিল বিএনপি।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স, সুইডেনের রাষ্ট্রদূত, স্পেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, তুরস্ক, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জাপানসহ ২০টা দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।

বিকাল ৪টা থেকে কূটনীতিকরা আসতে শুরু করেন। ৪টা ১৫ মিনিটে জিন্সের শার্ট-প্যান্ট পরা বাদামি চুলের এক বিদেশি সাইকেল নিয়ে কার্যালয়ে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা প্রথমে আটকে দেন।

তখন পাশ থেকে একজন বলে ওঠেন, “তিনি ডিপ্লোমেট, আমন্ত্রিত।” সঙ্গে সঙ্গে ফটক খুলে দেন নিরাপত্তায় থাকা একজন কর্মী।

কার্যালয়ের ভেতরে একপাশে থাকা জিয়াউর রহমানের পাথরের তৈরি মূর্তির কাছে নিজের সাইকেলটি রেখে বৈঠকে যোগ দেন এই কূটনীতিক।

বৈঠক শেষে চা-চক্রের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের সঙ্গে করমর্দন করে বিকাল ৫টা ১৫ মিনিটে সাইকেলটি নিয়ে বেরিয়ে যান ওই কূটনীতিক। যাওয়ার সময় সাংবাদিকদের দেখে হাত নেড়ে বলেন, “হ্যালো, সি ইউ এগেইন।”

সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এই কূটনীতিক জার্মান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর। তিনি থাকেন গুলশানে।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে