বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৩:৩৪:০৯

প্রত্যেক উপজেলায় সরকারি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রত্যেক উপজেলায় সরকারি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা দেড়টায় সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।   

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যেসব উপজেলায় সরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়নি, অচিরেই সে সব উপজেলার একটি করে সরকার স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে।’

শিক্ষামন্ত্রীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতিতের মতো বর্তমানেও শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর সিলেটকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে এখান থেকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।’

অর্থমন্ত্রীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি শিক্ষার জন্য আন্তরিক। শিক্ষাখাতে তিনি অর্থছাড়ে কার্পণ্য করেন না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করার টার্গেট নিই। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে শিক্ষার হার কমিয়ে দেয়। বর্তমানে আমরা আবারও শিক্ষার হার এগিয়ে নিচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেটের মদনমোহন কলেজে প্রধানমন্ত্রী উপস্থিত হন।  এসময় প্রধানমন্ত্রী সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেটের আওয়ামী লীগের শীর্ষ নেতারা ওই কলেজে গিয়েছেন।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে